গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দৌলত হোসেন হত্যা মামলায় পাঁচ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত বুধবার (৩ আগষ্ট) এ আদেশ দেন।
মামলার সুষ্ঠ ও ন্যায় বিচারের তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে।
রিমান্ডকৃতরা হলেন- পুরান সৈয়দপুর এলাকার মৃত মোহাম্মদ আলী ওরফে পোকার ছেলে মাসুদ রানা (৪৭), একই এলাকার মৃত. সামাদ মিয়ার ছেলে হোসেন (৪৮), একই এলাকার মৃত. ওহাব আলীর ছেলে তয়ন (২৫), একই এলাকার ওহাব আলীর ছেলে সেলিম হোসেন (২৪) ও নতুন সৈয়দপুর এলাকার মনির হোসেনের ছেলে নীরব বেপারী।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ জুন রাত ১০টার দিকে গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ‘সাবেক ইউপি সদস্যকে হত্যায় ৫ জনকে ৭ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ বিচারক কাউসার আলম তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে তাদেরকে কারাগার থেকে পুলিশি প্রহরায় আদালতে আনা হয়েছে। দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’