রাশিয়ার সেনাবাহিনী বুধবার দাবি করেছে, দোনবাসে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে ইউক্রেনের সেনারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, দোনবাসে ইউক্রেনের সেনারা মানবশক্তি, অস্ত্র এবং সামরিক সরঞ্জামের দিক দিয়ে ব্যাপক ক্ষতির স্বীকার হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দোনেৎস্ক রিপাবলিকে শুধুমাত্র সোভিয়াতোরেস্ক স্বাধীন করার সময়, তিন দিনের যুদ্ধে, ইউক্রেনের ৩০০ জাতীয়তাবাদী, ছয়টি ট্যাংক, বিভিন্ন ধরনের ১৫টি সেনাবহনকারী যান, ৩৬টি কামান ও মর্টাল, চারটি গ্রেড মাল্টিপল রকেট লঞ্চার এবং ২০টির বেশি অটোমেটিভ ইউনিট ধ্বংস হয়েছে।
এদিকে দোনবাসে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড যুদ্ধ হয়েছে।
ইউক্রেনীয় শহর রুবিজনে এবং সেভেরোদোনেৎস্ক শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট থেকে ম্যাক্সার টেকনোলোজির তোলা ছবিতে দেখা গেছে ধ্বংসস্তুপের চিত্র।
সেভেরোদোনেৎস্কে রাশিয়া অব্যহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য পুরো শহরটি দখল করা।
তবে রাশিয়ার শক্তিশালী হামলার পরও সেভেরোদোনেৎস্কের দখল এখনো ধরে রেখেছে ইউক্রেন। যদিও শোনা যাচ্ছে তাদের আরও নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হবে।