জাতির জানক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি প্রতিবাদে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বন্দরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধানের বক্তব্যে র্তীব্র নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না।
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশ এখন রোল মডেলে পরিনত হয়েছে তুমি দেলোয়ার প্রধান তাদেরকে কটুক্তি করে ঘুড়ি উৎসব অনুষ্ঠানে বক্তব্য দিয়েছ।
তুমি বলেছ তুমি বঙ্গবন্ধু বুঝনা, শেখ হাসিনা বুঝনা। আমরা তোমাকে বুঝিয়ে দিব বঙ্গবন্ধু কে জননেত্রী শেখ হাসিনা কে?। আমরা তোমাকে ছাড় দিব না। তোমাকে বিতাড়িত করব ইন্নশাহআল্লাহ। দেলোয়ার প্রধানের বিরুদ্ধে এখন থেকে প্রতিবাদ ও প্রতিরোধ শুরু হলো।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির উজ্জামানের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাীরমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ বাবু, শ্রী ভোলা নাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খালিদ বিন আনিছ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ প্রমুখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা জবেদ আলী, মহিলা আওয়ামীলীগের নেত্রী সনিয়া, বিল্লাল হোসেনসহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।