নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের লেখা নির্বাচিত কলামের গ্রন্থ “জাতি সত্ত্বার অন্তরালে বিষাক্ত নিঃস্বাস” এর মোড়ক উন্মোচন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুূদ টুকুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড.জয়নুল আবেদীন, আব্দুস সালাম, ব্যারিষ্টার মাহাবুবউদ্দিন খোকন, নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, জাতিসত্ত্বা নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলছে। বাঙালি জাতি কথাটা বলায় অনেকে বাদ পড়ে যায়, যারা বাঙালি না তারা বাদ পড়ে যান। শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশি জাতীয়তাবাদী মতাদর্শ নিয়ে আসেন।
আমরা যারা রাজনীতি করি, তাদের তৈমুর আলম খন্দকারকে অনুসরণ করা উচিৎ। কারণ তিনি মাঠে নেমে রাজনীতি করেন।
এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও উন্নতির দিকে। তিনি গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। বেগম জিয়া যেন দ্রুত মুক্ত হয়ে ফিরতে পারেন এজন্য সবাই দোয়া করবেন।