ইউক্রেনের সোলেদারের ছোট লবণ-খনির শহরটিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো কয়েক মাসের মধ্যে প্রথম সাফল্য অর্জনের চেষ্টা করছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত চারদিনে অগ্রসর হওয়ার পরে রাশিয়ার সেনা এবং ওয়াগনার গ্রুপের ভাড়াটেরা সম্ভবত এখন শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে রয়েছে।
সোলেদারের দখল রাশিয়ার বাহিনীকে একটি সুবিধা দেবে। এটি বিজয়ের ফলে তারা দক্ষিণ-পশ্চিমে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বাখমুত শহরটির দখল লড়াইয়ে সুবিধা পাবে।
দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলের মধ্যে একটি কৌশলগত সরবরাহ লাইনে অবস্থিত বাখমুত। শহরটির সঙ্গে ইউক্রেনের শিল্প কেন্দ্রস্থল দোনবাসসের সংযোগ রয়েছে। বাখমুতের নিয়ন্ত্রণ অর্জন রাশিয়াকে দুটি বড় শহর – ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কে অগ্রসর হওয়ার সুযোগ করে দিতে পারে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতি জানিয়েছেন, রুশ সেনারা সোলেদারে তাদের সেরা ওয়াগনার যোদ্ধা মোতায়েন করছে। গত ২৪ ঘন্টায় তাদের গোলন্দাজ বাহিনী ৮৬টি হামলা চালিয়েছে।