
ঢাকা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হোয় কিচেন চাইনিচে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরফাত রহমান কুকুর প্রতিষ্ঠাতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম.সভাপত্বি করেন ঢাকাপ্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সিএনএন বাংলা. এনাম আহমেদ রূপসী বাংলার ভারপ্রাপ্তডিরেক্টর. ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী আহমেদ. সহসভাপতি বসির আহমেদ. সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ.দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক সাদ্দাম হোসেন. দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালেহ্ আহমেদ. আর জি কিবরিয়া. দৈনিক রুদ্রবার্তা পত্রিকা সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম. আবু তাহের. হাসান. সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক তুহিন আলম.সহ আরো অনেক গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা সবাই ঢাকা প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন আগামী ডিসেম্বর এই ঢাকা প্রেসক্লাবের নির্বাচন কিভাবে সুস্থ সুন্দর ভাবে করা যায় সে নিও আলোচনা হয় এবং সদস্যরা দুই বছরের চাঁদা বাকি প্রতিবছর ১৭০০ দুইবছরে৩৪ টাকা হয়ে একসাথে ৩৪০০ টাকা পরিশোধ করতে কষ্ট হবে তাই কর্মকর্তারা সিদ্ধান্ত নেন ১২০০ টাকা দিয়েই কাট নবায়ন করা যাবে এই সুযোগ নতুন সদস্যদের বেলায় প্রযোজ্য নয়। সাধারণ সম্পাদক কাজী ফরিদা আহমেদ ও সালেহ্ আহমেদ বলেন
ঢাকা প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে মূল্যায়ন করা হবে এতে কোন কৃপণতা করা যাবে না