বন্দর উপজেলা মিলনায়তনে ২২ এপ্রিল মঙ্গলবার ১২ টায় পানি সম্পদ মন্ত্রনালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিজিআইএস) এর আয়োজনে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে ও সহযোগী স্পেশালিস্ট সিইজিআইএএস
হিফজুর রহমান সঞ্চালনায় ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান গ্যাস নেটওয়ার্ক সিস্টেমের প্রতিস্থাপন, সরবরাহ বৃদ্ধি, গ্যাসের নিন্ম চাপ পরিস্থিতি উন্নত করা গ্যাস লিকেজ প্রতিরোধ এবং উন্নয়নের (জিআইএস) ম্যাপিং এবং (এসসিএডিএ) সিস্টেমের অন্তর্ভুক্ত করণ প্রকল্পের পুনর্বাসন কর্মপরিকল্পনা (আরএপি) এবং পরিবেশগত সামাজিক প্রভাব মুল্যায়ন (এসআইএ) সমীক্ষা বিষয়ক অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন, তিতাস গ্যাস কোম্পানি ম্যানেজার ইঞ্জিনিয়ায় মো. ফিরোজ কবির। উপস্থিত ছিলেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, স্ট্যাটাডি
টিম লিডার ইঞ্জিনিয়ায় ফায়জুর রহমান, সহযোগী স্পেশালিস্ট সিইজিআইএএস ফয়সাল আহমেদ।
মতবিনিময় সভায় বক্তাগন বলেন, গ্যাস লাইন প্রতি স্থাপন করার জন্য যেভাবে তিতাস গ্যাস কোম্পানি জরিপ চালিয়েছে এভাবে অনেক মানুষের বসতবাড়ী-ঘর, দালানকোঠা ভাঙ্গতে হবে, অনেকই এতে বিশাল ক্ষতিগ্রস্ত হবে। যা অনেকের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে হরিপুর থেকে সৈয়দপুর পর্যন্ত যে রেলওয়ের জমি আছে সেখান দিয়ে গ্যাসের পাইপলাইন রেললাইনের জমির পাশ দিয়ে নিলে কোন অসুবিধা হবে না বরং আরো ভালো হয়। এতে প্রকল্পের কাজও সমাধান হবে, জনগণেরও উপকার হবে।
বক্তারা আরো বলেন, আমরা যাহারা বিগত ৪/৫ বছর যাবত তিতাস গ্যাস পাচ্ছিনা, শুনেছি পাইপ লাইনে পানি জমে আছে, পরিষ্কার না করা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না। যেহেতু আমরা তিতাস গ্যাস ব্যবহার করতে পারিনি তবে আমরা বিল দিব কেন। তিতাস গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ আমাদের বিগত ৪/৫ বছরের গ্যাস বিল মওকুফ করা হোক আমরা তা মওকুফ চাচ্ছি।
সমাপনী বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার বলেন, আপনাদের মতামত শুনলাম। এখানে তিতাস গ্যাস কোম্পানির অনেক উর্ধতন কর্মকর্তা আছেন। তিতাস গ্যাস কোম্পানি একটি সরকারি কোম্পানি, যেহেতু এটি সরকারেরই কাজ, সরকার তো জনগণের উপকারের জন্যই কাজ করছেন। জনগণের ক্ষতি হয় এমন কাজ কখনো করবেন না। আপনাদের মতামত গুলো ওনারা সুপারিশ আকারে উপস্থাপন করবেন এবং তাহারা বিকল্প ব্যবস্থা গ্রহন করবেন আশাকরি।