চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। পরের ম্যাচে ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র আর আজ শেষ ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য করে ড্র করেও সি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশরা। তাদের সঙ্গে তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে স্লোভেনিয়াও।
গোলখরায় প্রথম রাউন্ড শেষ করা ইংল্যান্ড শেষ ষোলোতে গেছে ৫ পয়েন্ট নিয়ে। এই পর্বে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংলিশরা।
অন্যদিকে ডেনমার্কের সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে স্লোভেনিয়া। গোল ব্যবধান সমান হলেও উয়েফা র্যাংকিংয়ে ডেনমার্ক এগিয়ে থাকার কারণে এক ধাপ পেছিয়ে পড়েছে স্লোভেনিয়া। যে কারণে রানার্সআপ হয়েই পরের রাউন্ডে যাচ্ছে ডেনমার্ক।
আজ স্লোভেনিয়ার বিপক্ষে গোল করার কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন হ্যারি কেইন ও ফিল ফোডেন। এই দুই ইংলিশ তারকাকে সফলভাবে রুখে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক জান ওভ্যাক।
প্রথমার্ধে একটি গোল পেয়েছিলেন ইংল্যান্ডের বুকায়ো সাকা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। শেষ হতাশাজনকভাবেই গ্রুপ পর্ব শেষ করে গ্যারেথ সাউথগেটের দল।