স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে নায়িকা জলির। ‘অঙ্গার’ ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অভিনয় করে হন আলোচিত। সর্বশেষ ‘ডেঞ্জার জোন’ সিনেমায় অভিনয় করেন এই নায়িকা। এরপর চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন জলি।
ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী এই নায়িকা যেন অঙ্কুরেই ঝড়ে পরার মতো অবস্থা হয়েছে। ক্যারিয়ারের সোনালী সময়ে যখন হাতছানি দিচ্ছিলো ঠিক তখনই বিয়ে করে সংসারি হয়েছেন। স্বামী-সংসার-সন্তানকে সময় দিতে চলচ্চিত্র থেকে দূরে আছেন। তবে তিনি আবারো রুপালি পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান জলি।
জলি বলেন, সন্তান হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত সময় কাটছে। কিছুটা শারীরিক পরিবর্তনও এসেছে। তবে কিছুদিন ধরে জিম করে ওজন অনেকটাই কমিয়েছি। ফিটনেস ঠিক করে আবার কাজে ফিরবো। আগামী দুই-তিন মাসের মধ্যে নতুন সিনেমার কাজ শুরু করার ইচ্ছে আছে। এবার নাটকেও নিয়মিত হবো।
২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে আবেদনময়ী জলির ঢাকাই সিনেমায় অভিষেক হয়। বাংলাদেশ-ভারতের যৌথ-প্রযোজনার এই সিনেমায় কলকাতার ওম এর বিপরীতে অভিনয় করেন জলি। ‘নিয়তি’ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে অভিনয় করেন জলি। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় শাহরিয়াজের বিপরীতে দেখা যায় জলিকে। জলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডেঞ্জার জোন’। বাপ্পির বিপরীতে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।