ফতুল্লায় ‘ডাকাতির প্রস্ততিকালে’ জয় বাহিনীর প্রধান জয়সহ ‘ডাকাত দলের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) রাতে তাদেরকে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটের পেছনের বালুর মাঠ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় তৈরি তিনটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি চাকু ও একটি তালা কাটার প্লাস উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা থানার দাপা পাইলট স্কুল সংলগ্ন মৃত. আব্দুল জলিলের পুত্র জয় বাহিনীর প্রধান জয় (২১), একই থানার দাপা ইদ্রাকপুরস্থ পুরাতন ক্যালিক্স গলির আব্দুল হাইয়ের বাড়ীর ভাড়াটিয়া মো. আল আমিন (২২), একই এলাকার মৃত রুহুল আমিনের পুত্র সাব্বির (২৩), উকিল বাড়ী মোড়ের মৃত মাসুম আলীর পুত্র আল আমিন (২৪) ও মৃত ছামছুল হকের পুত্র সুমন (২৫)।
পুলিশ জানায়, জয় বাহিনীর প্রধান জয় সহ ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটের পেছনের বালুর মাঠে অবস্থান করে ডাকতি করার প্রস্ততি গ্রহন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযা৷ন চালিয়ে ধারালো রামদা, চাপাতি, ছুরি, চাকু, তালা কাটার প্লাস সহ ডাকাত দলের জয়, আল আমিন (১), আল আমিন (২), সাব্বির ও সুমনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এই বাহিনীর অপর সদস্যরা।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ নূরে আজম মিয়া জানায়, ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।