টুইটার ও এলন মাস্কের ব্যাপারে প্রথমবারের মতো মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মাস্কের কেনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার সারাবিশ্বে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। শুক্রবার একটি নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
দুই সপ্তাহ আগে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন মাস্ক। শুক্রবার তিনি প্রতিষ্ঠানটির অর্ধেক কর্মী ছাঁটাইয়ের কথা বলেছেন।
বাইডেন বলেছেন, ‘এখন আমরা সবাই কী নিয়ে চিন্তিত? এলন মাস্ক একটি প্রতিষ্ঠান কিকেছেন যেটি সারা বিশ্বে মিথ্যা ছড়ায়… আমেরিকাতে আর কোনও সম্পাদক নেই। কোন সম্পাদক নেই। আমরা কীভাবে আশা করি যে বাচ্চারা যে ঝুঁকির মধ্যে রয়েছে তা বুঝতে সক্ষম হবে?’
এর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেন বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্য কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছেন।