নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জামিন পেয়েছেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান তার জামিন মঞ্জুর করেন। তিনি সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের প্রধান নির্বাচনী সমন্বয়ক ছিলেন। নির্বাচনের ৬ দিন আগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে বাসা থেকে করে। পরে তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার।
অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী বলেন, গত ১০ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে মনিরুল ইসলাম রবিকে আটক করে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। কিন্তু মামলার এজাহারে তার নাম দেখানো হয়েছে মনিরুজ্জামান ওরফে রবি। প্রকৃতপক্ষে জাতীয় পরিচয়পত্রে তার নাম রয়েছে মনিরুল ইসলাম রবি। আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে মনিরুল ইসলাম রবির জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি অপর এক মামলায় তাকে জামিন দেয়া হয়।