নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ নির্বাচনে বাছাই কার্যক্রমে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
তারা হলেন- চেয়ারম্যান পদে চন্দন শীল, সংরক্ষিত সদস্য পদে-১ আছিয়া খানম সুমি, সাদিয়া আফরিন, নাসরিন আক্তার, সংরক্ষিত সদস্য পদে-২ হাওয়া বেগম, সীমা রানী পাল, এড. নূর জাহান, কোহিনূর বেগম, সাহিদা মোশারফ।
সাধারণ সদস্য-১ আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সায়েম রেজা, মো. মুজিবর রহমান, সাধারণ সদস্য -২ আমিন উল্লাহ, মো. রাসেল শিকদার, মো. রহুল আমিন, মো. মোবারক হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম আহম্মেদ, মো. মোস্তফা হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম প্রধান, মো. আরিফুর ইসলাম আলী নূর, সাধারণ সদস্য ৩-ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, শেখ এনামুল। বিদ্যুৎ, মো. আবু নাঈম, সাধারণ সদস্য-৪ মিয়া মো. আলাউদ্দিন, সাধারণ সদস্য-৫ আনছার আলীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল ইসলাম, নারায়ণগঞ্জ নির্বাচন অফিসার মো. মতিয়ুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয় গত ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং নির্বাচন ১৭ অক্টোবর।