নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ২৮জন প্রার্থীর মধ্যে থেকে এ প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কার্যলয়ে ৬জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ সময় ২৮জন প্রার্থীর মধ্যে সাধারণ সদস্য ২ আসনে ৩জন, সংরক্ষিত ২ নাম্বারে ১জন, সাধারণ সদস্য ৩ আসনে ২জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয় গত ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং নির্বাচন ১৭ অক্টোবর।