নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ৬নং ওয়ার্ডের সুগন্ধা আবাসিক এলাকার খাল খনন ও পানি নিষ্কাশন করতে এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
সোমবার (২৪ই জুন) সকালে সুগন্ধা এলাকায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের সাথে খাল পরিদর্শনে যান তিনি সেই সাথে ডিএনডি প্রজেক্টে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
এসময় সুগন্ধা এলাকায় খাল খনন ও খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় চেয়ারম্যান ও এলাকাবাসীকে ধন্যবাদ জনান উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন,আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ভাইয়ের প্রচেষ্টায় ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম স্যারের আন্তরিকতায় মঙ্গলবার বা বুধবার থেকে জলাবদ্ধতা দুর করতে খাল খনন শুরু হয়ে যাবে। আমাদের আল্টিমেটাম দেওয়া অনুযায়ী আজ দেখলাম অবৈধ স্থাপনা তারা ভেঙ্গে ফেলছে তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারন তারা তাদের ভুল বুজতে পেরেছেন। আর পানির সমস্যা হবে না ইনশাআল্লাহ স্থায়ী সমাধান হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল,শহিদুল ইসলাম এবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।