নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর বাংলাবাজার এলাকায় স্বনামধন্য প্রতিষ্ঠান “মা ডেন্টাল কেয়ারে” ২৭ সে ফেব্রুয়ারি দুপুর 2 ঘটিকার সময় জরুরী ভিত্তিতে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা আরম্ভ করা হয় , এরপরে পর্যায়ক্রমে আলোচনা সভায় বক্তব্য রাখে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং অতিথিবৃন্দ। এই সবার প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে রোগীদের ভালো সেবা দেওয়া যায়! কিভাবে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখা যায়! এবং প্রতিষ্ঠানটি সুন্দর করে কিভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা যায়, এই বিষয়ে ডাঃ মোঃ মোতাহার হোসেন ও ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার সুন্দর করে আলোচনা করে ও বুঝিয়ে বলে। এছাড়াও এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাজির হোসেন মন্ডল “মা ডেন্টাল কেয়ার “এর নানা প্রশংসা করে বলে,”এই প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আমি ও আমার পরিবার এবং আত্মীয়-স্বজন মিলে সর্বদা ভালো সেবা পেয়েছি, এমন কি করোনা কালীন সময়ে আমার স্ত্রী মিনু বেগম দীর্ঘদিন দাঁত ব্যথায় কাতর ছিল ,আমরা পুরো নারায়ণগঞ্জ ঘুরেছি কোথাও কোন ডেন্টিস্ট খুঁজে পাইনি! যেখানে গিয়েছি বন্ধ পেয়েছি, এই প্রতিষ্ঠানে এসে খোলা পেয়েছি ,ভালো সেবা পেয়েছি, আমরা এই প্রতিষ্ঠানের প্রতি সর্বদা দোয়া রাখি এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার কে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত বাড়িয়ে দিন” এছাড়া আব্দুর রহমান বলেন স্থানীয় বাসিন্দা হিসেবে “এখানে কম খরচে ভালো সেবা পাওয়া যায়”। এছাড়াও কয়েকজন উপস্থিতি রোগী বলে আমি এখন বেথামুক্তভাবে চিকিৎসা সেবা পেলাম কম খরচে, অন্য রোগে কামাল মিয়া আমি গার্মেন্টসে চাকরি করি আমার একটি সামনের দাঁত নষ্ট হয়ে যায়, স্যারে মাত্র ৬০০ টাকার মধ্যে বাঁধাই করে দিয়েছে, আমি এখন খুবই আনন্দিত।উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ডাক্তার মোঃ মোতাহার হোসেন এবং সভাপতিত্ব করেন ডেন্টিস্ট হাফিজুল ইসলাম তালুকদার (চেয়ারম্যান মা ডেন্টাল কেয়ার), বিশেষ অতিথি নাজির হোসেন মন্ডল (সহ সভাপতি বাংলাবাজার পঞ্চায়েত কমিটি), অনুষ্ঠানটির সঞ্চালনায় রাবিয়া আক্তার ,পরিচালনায় মোঃ আব্দুর রহিম ও মোঃ শামীম হোসেন, সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন লাবনী আক্তার, মিম আত্মার, লাকি আক্তার। এছাড়াও আরো অন্যান্য এলাকাবাসী এবং বেশ কয়েকজন রোগী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভাটি দোয়ার মাধ্যমে শেষ করা হয়।