মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩২ এএম
  • ১২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নেতা হয়ে নয় সাধারণ জনগণের পাশে থেকে সেবা করতে চাই।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী পুলস্থ এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলী ৭নং ওর্য়াড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মেয়র আইভি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কতোটুকু সেবা দিতে পেরেছি তা আমি জানি না। কিন্তু আমার চেষ্টার কোনো কমতি নেই। আমি সর্বাচ্চো চেষ্টা করি আপনাদের সেবা দেওয়ার।

তিনি বলেন, ২০১১ সালে অনেকে আমার সঙ্গে কথা বলেছেন চোখের ইশারায়। আমাকে ইশারায় আশ্বাস দিয়েছেন ভোট দিবেন। কিন্তু আজ এখানে আপনারা আমার সঙ্গে প্রকাশ্যে কথা বলেছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এনসিসি ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন যখন এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে করার কথা আমাকে জানায়। তখন আমি তাকে নিষেধ করি। কারণ এইসব অনুষ্ঠান করলে ঝামেলায় পড়তে হয়। অনেককে এইসব অনুষ্ঠান করে মামলা মোকদ্দমার শিকার হতে হয়। কিন্তু কাউন্সিলর রিপন নাছোড়বান্দা। তিনি এতো বড় অনুষ্ঠান আয়োজন করেই ছেড়েছেন। এই অনুষ্ঠানে এতো মানুষের উপস্থিতি দেখার পর আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। আমি বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে আপনাদের সেবা করে যেতে চাই।

তিনি আরো বলেন, শোকাহত এ আগস্ট মাস আমরা কখনো ভুলতে পারবো না। ঘাতকরা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিলো। সেদিন শুধু বঙ্গবন্ধুকে নয় আরো তিনটি পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছল। আজকে যিনি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস ও তার বড় ভাই পরশ তাদের মাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিলো সেদিন। সে হত্যার কথা আমরা কখনো ভুলতে পারবো না।

আইভী বলেন, আমাদের দেশের সবচেয়ে নিরাপদ স্থান জেলখানা। সেখানেও আমাদের চার নেতাকে হত্যা করা হয়েছিল।

সিদ্ধিরগঞ্জের কদমতলী ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ ফকিরের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খাঁন রিপনের সার্বিক তত্ত্ববধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, যুগ্ন- সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান , নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১,২, ৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর ও ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, যুবলীগ নেতা বশির আহাম্মেদ, মিয়া মোহাম্মদ জামান ও মকবুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort