চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসিতে মুষলধারে বৃষ্টি ও বন্যার কারণে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন মারা গেছেন বন্যার পানিতে প্লাবিত নদীতে একটি বাস ডুবে। খবর এএফপি ও এনবিসি নিউজের।
জানা গেছে, চীনের উত্তরাঞ্চলীয় এই প্রদেশটি মূলত শুষ্ক অঞ্চল। গত এক সপ্তাহে সেখানে তিন মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টির সঙ্গে হচ্ছে ঝড়ো হাওয়া। এর ফলে প্রদেশটির ৭০টি জেলাসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।
এদিকে, তীব্র বন্যা ও বৃষ্টিপাতের কারণে কয়লা খনি অধ্যুষিত চীনের শানসি প্রদেশটির কমপক্ষে ৬০টি কয়লাখনি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে প্রায় ১৯ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৮ হাজার স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
সেখানে মুষলধারে বৃষ্টি ও বন্যার কারণে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও তিন জন এখনও নিখোঁজ রয়েছেন।’ অন্যদিকে বার্তাসংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বন্যার পানিতে প্লাবিত একটি নদীতে বাস ডুবে আরও ১৩ জন মারা গেছেন।