নগরীর চাষাড়াস্থ সিটি হকার্স মার্কেটের একটি জেনারেটরের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ওই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহয়তায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় দোকান-মালিকরা জানায়, সিটি হকার্স মার্কেটের গৌতম সাহার মালিকানাধীন একটি জেনারেটর ঘরে প্রথমে আগুনের বিজলি দেখতে পান। সেই বিজলির পরে জেনেরেটর ঘরের ইলেক্ট্রিক বোর্ডে আগুন লেগে যায়। দোকান মালিকদের সহায়তায় মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে পানি নিক্ষেপ করে। এরপর দুই বার মৃদু বিকট শব্দ হয় ও আগুনের তীব্রতা বেড়ে যায়। এসময় পাসের একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। জেনারেটর ঘরের তালা ভেঙে বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তবে আমরা এখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে তদন্তের সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।