রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

চাঁদপুরের ৪০ গ্রামে বুধবার আজ

  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩, ৩.১৪ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের ৪০টি গ্রামে বুধবার (২৮ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা। সৌদি আরবের মঙ্গলবার হজ সম্পন্ন হওয়ায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা এদিন ঈদ উদযাপন করবেন।

ওই দরবারের বর্তমান পীর শাইখ মো. আরিফ চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাঁহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার ঈদ উদযাপিত হওয়া চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে রয়েছে– হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলী এবং কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।

জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। পরে তিনি দরবার শরিফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

মো. আরিফ চৌধুরী বলেন, ‘সৌদি আরবে শুক্রবার হজ হয়ে গেছে। তাই আমরা ঈদ উদযাপন করবো। সে লক্ষ্যে ইতোমধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এরপর আমরা কোরবানি করবো। এ ছাড়া আমাদের এলাকায় অন্যান্য স্থানেও ঈদের জামাত হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort