টেস্ট সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। তার আগে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
দলে চমক হিসেবে রাখা হয়েছে আইপিএলে ১৫৬ কিলোমিটার গতিতে বল করে হৈচৈ ফেলে দেওয়া পেসার মায়াঙ্ক যাদবকে। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন হরশিত রানা ও নিতিশ কুমার রেড্ডি। বাংলাদেশের বিপক্ষের সিরিজে তারা তিনজনেই অভিষেকের অপেক্ষায় আছেন।
উইকেটরক্ষক জিতেশ শর্মা দলে ফিরেছেন। এছাড়া বিকল্প উইকেটরক্ষক হিসেবে আছেন সঞ্জু স্যামসন। স্পিন বিভাগে রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরের সাথে তিন বছর পর দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। রিয়ান পরাগ ও অভিষেক শর্মা প্রয়োজনে স্পিন বোলিং করতে পারবেন।