ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর আবদুল আওয়ালকে (৫১) গ্রেপ্তার করেছে র্যাব-১১ । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের গোগনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষক আবদুল আওয়াল ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার আলীর সর্দারের পুত্র।
২ সেপ্টেম্বর র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত ধর্ষক। উক্ত আসামী ২০০০ সালের মার্চ মাসে তার স্ত্রীর আপন বড়বোনের মেয়েকে ধর্ষণ করলে ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আসামীর স্বীকারোক্তি মতে, মামলার পর গ্রেফতার হয়ে সে ৯ মাস জেল খাটে এবং পরবর্তীতে জামিনে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মালয়েশিয়া চলে যায়। মালয়েশিয়ায় সে কনস্ট্রাকশনের কাজ করতো। প্রবাসে থাকাকালীন সুবিধা করতে না পেরে তিন বছর পর সে আবার দেশে ফেরত আসে এবং ছদ্মবেশে অটোরিকশা চালানো শুরু করে। উক্ত মামলায় সে দীর্ঘ ২১ বছর পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুর থানায় হস্তান্তর করা হয়েছে।