গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো:মোজাম্মেল হক মুন্নাকে সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গজারিয়া উপজেলা যুবদল।
রবিবার(৭আগষ্ট)বিকাল ৫ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়ন এর বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ শেষে আনন্দ মিছিল করে তাঁরা,আনন্দ মিছিলটি ভবেরচর বাজার থেকে হাসপাতাল রোড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক কেএম জালাল উদ্দীন রীমু,উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার,এবাদুল হক মেম্বার,মাসুম আহমেদ,মমিন মৃধা,শাহাদাত প্রধান,শাহপরাণ,তারেক সরকার,সবুজ শিকদার, বঙ্গ নজরুল,শাহাদাত হোসেন পান্নু, এমপি ইপু প্রধান,মোকলেস দেওয়ান উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,মোজাম্মেল হক মুন্না দলের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী,দীর্ঘ ১৭বছর হামলা মামলার শিকার হয়েছেন,দল তাকে মূল্যায়ন করায় আমরা আনন্দিত,খুশি।