স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে।তবে কোনো শক্তি সাংবিধানিকভাবে নির্বাচন বন্ধ করতে পারবে না।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, আপনারা শুনেছেন একনেত্রী বলেছেন লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ আগুন জ্বালাতে।এরপরই সাভারে দেখলাম এক বাসে আগুন দেওয়া হয়েছে। অন্যান্য জায়গাতেও আগুন দেওয়া হয়েছে।অগ্নিসন্ত্রাসীরা আবার এক হচ্ছে।তবে বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের চিনে ফেলেছে। জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।
তিনি বলেন, জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন ও সন্ত্রাস দমনে কাজ করছে।আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে, কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ গান পাউডারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তি-যা আওয়ামী লীগের সঙ্গে রয়েছে।জনগণকে নিয়ে আগামীতে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা হবে।