নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বুরুন্দি গ্রামের প্রায় ৬২ বৎসরের পুরাতন সীড ষ্টোরেজ (সরকারি বীজাগার গোডাউন) দখল করে নিচ্ছে বুরুন্দি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে সোহাগ আহমেদ গং।
বুরুন্দি মৌজার এস এ খতিয়ানের ১৫৬ ও আর এস খতিয়ানের ২০১ যাহার এস এ দাগ নং ১৩০ আর এস দাগ নং ১৫৪ জমির পরিমান ৭ শতাংশ।
প্রায় ৬২ বছর আগে এ এলাকায় প্রেসিডেন্ট প্রথা চালু থাকা অবস্থায় ফজলুল হক প্রেসিডেন্ট কৃষকদের উন্নয়নের জন্য কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি গ্রামে গণপূর্ত বিভাগের মাধ্যমে একটি সীড ষ্টোরেজ নির্মাণ করেন। বর্তমানে উক্ত সীড ষ্টোরটি ভগ্নাবস্থায় আছে এবং তা ব্যবহার করার অনুপযোগী থাকায় তা বেদখল করে নিচ্ছে কতিপয় কিছু দুষ্কৃতকারী লোকজন।
সীড ষ্টোরেজটির দেয়াল ভেঙ্গে সাইনবোর্ড লাগিয়ে দখল করে নেওয়ার পায়তারা করছে সোহাগ আহমেদগং। তারা সীড ষ্টোরের অর্ধেক দেয়াল ভেঙ্গে সরকারি জায়গায় বালু ভরাট করে দালানকোঠা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।
এমতাবস্থায় এলাকার জনসাধারণ ভূমিদস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য গণপূর্ত বিভাগে সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন।
২৭ জুন সোমবার বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা.রুপালী খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিমা মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ উপস্থিত থেকে উক্ত দখলকৃত সীড ষ্টোরেজে লাগানো সোহাগ আহমেদ’র সাইনবোর্ডটি নামিয়ে সরকারি ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাইনবোর্ডটি লাগিয়ে দেন এবং মাইকিং করে হুঁশিয়ার করে দেন, সরকারি স্থাপনা দখল করার কারো অধিকার নেই, ইহা দখল করা শাস্তিযোগ্য অপরাধ বলে হুঁশিয়ার করে দেন।