শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা অভিনয়ে ফিরে আলোচনায় তিশা আইনজীবী হত্যা ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা নেই: ইসকন সম্পাদক শেরপুরে কলেজছাত্র হত্যায় শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা ১৭ বছর ক্যাম্পাস ও সংসদ অবৈধভাবে দখলে রেখেছিল ছাত্রলীগ ছেলের শাশুড়িকে স্কুলের সভাপতি বানিয়েছিলেন গাজী: দিপু ভূঁইয়া শিক্ষার্থীরা যদি দেশের জন্য আলো ছড়াতে না পারে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে: শাহেন শাহ আহম্মেদ আওয়ামী লীগের ধূসর ওসমানদের এজেন্ট সভাপতি হাতেম আলীর বিতর্কিত কারণে বিকেএমই পরিচালনা পর্ষদের পদ থেকে পদত্যাগ জেতা ম্যাচ টাই করে সুপার ওভারে হারলো রংপুর সত্যি কি ৭০ কোটি টাকায় নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি?

কারামুক্তির পর যা বললেন ফখরুল-খসরু

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০১ এএম
  • ৬৮ বার পড়া হয়েছে

দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং ৪ মিনিট পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন।

নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত তুলে বিএনপি মহাসচিব এ সময় বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছে। ইনশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবেন।’

গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার কথাও দৃঢ়তার সঙ্গে বলেন বিএনপি মহাসচিব।

অন্যদিকে, আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওরা রাষ্ট্রশক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। আমাদের গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে- ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসরাফিল খসরু চৌধুরী, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কারাগার থেকে মুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দুজনই গুলশানের বাসভবনের দিকে যান। এ সময় বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম, একান্ত সহকারী ইউনুস আলী এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু সঙ্গে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort