নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ওরা আবারও ষড়যন্ত্র করছে। এবার নির্বাচন নিয়ে নয়। জাতির পিতার কণ্যা বলেছেন যে উন্নয়ন নাকি অপরাধ হয়েছে। তাই থামিয়ে দিতে চাচ্ছে। পৃথিবীর এতো মন্দা থাকা অবস্থায়ও ২০৪১ সালের মধ্যে টপ ১০ টা দেশের মধ্যে যাবো। জাতীয় শ্রমিক লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা শ্রমিক লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, এতো তেলবাজ, এতো নাটকবাজ চলে এসেছে আর ভালো লাগে না। আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোনো দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটা পাবেন। শেখ হাসিনা এখন দেশের সম্পদ তাকে দরকার। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের লাভ হবে।
শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনটা গুছান। হাইব্রিড নিয়েন না, সিএস আরএস দেখে নিয়েন। কম নেতা দিয়ে সাজান, কিন্তু ভালো মতো সাজান।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।