কাতার বিশ্বকাপ-২০২২ এর জন্য ডেনমার্ক ২৬ সদস্যের প্রাথমিক দলের ২১ জনের নাম ঘোষণা করেছে। ২০২০ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালিন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়া ক্রিস্টিয়ান এরিকসেনকেও রাখা হয়েছে দলে। যদিও ১৩ নভেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে তাদের। আর চূড়ান্ত দলের বাকি ৫ জনের নাম শিগগিরই তারা প্রকাশ করবে।
এ বিষয়ে কোচ ডেনমার্কের কোচ কাসপার হিউলমান্দ বলেন, ‘আসলে অনেক কিছু হতে পারে। খেলোয়াড় চূড়ান্ত করা আসলে সহজ বিষয় নয়। তবে আমরা একটা সঠিক পথ ধরে আগাচ্ছি। এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে আমাদের অনেক খেলোয়াড়রা খেলবে। ওই দুটি ম্যাচের পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো। পাঁচটি স্পটের জন্য আমাদের নজরে ১০ থেকে ১২ জন খেলোয়াড় রয়েছে।’
বিশ্বকাপে ডেনমার্ক রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া।
ডেনিশদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর। এদিন তারা তিউনিসিয়ার মুখোমুখি হবে। এরপর ২৬ নভেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে তারা। আর ৩০ নভেম্বর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ডেনমার্কের প্রাথমিক দল:
গোলরক্ষক: কাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টেনসেন।
ডিফেন্ডার: সিমন কেজার, জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মায়েহলে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাসমুস ক্রিস্টেনসেন, জেন্স স্ট্রেইজার লারসেন, ভিক্টর নেলসন ও দানিয়েল ওয়াস।
মিডফিল্ডার: থমাস ডিলানি, মাথিয়াস জেনসেন, ক্রিস্টিয়ান এরিকসেন ও পিয়েরে- এমিল হোজব্জার্গ।
ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, জেসপাস লিন্ডস্ট্রোম, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, মার্টিন ব্রেথওয়েট, কাসপার ডলবার্গ, মাইকেল ড্যামসগার্ড ও জোনাস উইন্ড।