নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় তিতাসের বকেয়া পরিশোধ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্টিবিউশন কোম্পানি।
বুধবার (৬ অক্টোবর) সকালে পঞ্চবটির চাঁদনী হাউজিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০ টি আবাসিক ও ১টি বাণিজ্যিক ডাইংকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ।
অবৈধ সংযোগের ব্যাপারে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপমহা ব্যাবস্থাপক গোলাম ফারুক বলেন আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করবো জাতে কোন অবৈধ সংযোগ না থাকে, আমাদের এই অভিযান নিয়মিত চলতে থাকবে। যাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন তিতাসের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহমেদ ফতুল্লা জোনের প্রকৌশলী আতিকুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী সৈয়দ মাসুদুল করিম সহ তিতাসের আরও অনেক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।