মস্কো ও কিয়েভের যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় শনিবার সেন্ট পিটার্সবার্গে গেছেন আফ্রিকার ৬ দেশের নেতারা। এর আগে শান্তি মিশনের অংশ হিসেবে শুক্রবার (১৬ জুন) ইউক্রেনে গিয়ে আশাহত হয়ে ফিরেতে হয় তাদের। রুশ সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনও আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার সাউথ আফ্রিকা, জাম্বিয়া, কমোরোস, কঙ্গো, মিসর, সেনেগাল ও উগান্ডার নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে সেন্ট পিটার্সবার্গে যান। তবে আলোচনা কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে সন্দেহ রয়েছে।
শুক্রবার জেলেনস্কিকে সমঝোতায় রাজি হওয়ার আহ্বান জানান। এতে আশাহত হতে হয়েছে তাদের। বৈঠকের পর সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ‘আমি আবারও বলছি, রাশিয়ার দখলে আমাদের ভূখণ্ডের কোনও অংশ থাকা অবস্থায় সমঝোতার অর্থ হলো যুদ্ধ স্থগিত করে যন্ত্রণা বয়ে চলা।’
কিয়েভ পৌঁছানোর পর রুশ বিমান হামলা ও বিস্ফোরণের মুখোমুখি হন আফ্রিকান নেতারা। ফলে দ্রুত বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হতে হয় তাদের।