আড়াইহাজারে ৩ ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার বিশনন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকার মৃত আ. আওয়ালের ছেলে মো. মনো মিয়া (৪৪), গাজীপুর সদরের ছোট বাড়ী দক্ষিণ চতর এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে সাকিল হোসেন (২৩) ও একই এলাকার (বিওএফ) মৃত আসাদুল্লাহ সরদারের ছেলে জুনায়েদ সরদার জাহিদ (২৮)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশে-পাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।