আড়াইহাজারে নারীসহ ৪জনকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদরের ছৈবাড়িয়া এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. শাকিল (৩৮), ব্রাহ্মণবাড়িয়া সদরের উলচাপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী মোসা. খাদিজা বেগম ওরফে জান্নাত (৩০), ব্রাহ্মণবাড়িয়া কসবার কামালপুর এলাকার ফারুক মিয়ার স্ত্রী বাসনা (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কলেজপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে ফুলবানু (৪০)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।