বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাড্ডাহাড্ডি লড়াই জিতে আফগানিস্তানের ইতিহাস, বিদায় ইংল্যান্ডের ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত আশরাফুল মাখলুকাত দাবি করতে চাইলে সেটা প্রমাণ করতে হবে: ডিসি নগরীতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান আওয়ামী লীগ নেতাসহ ৫৩ জন গ্রেপ্তার নিজ বাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তা চেয়েছেন লামিয়া চৌধুরী ফতুল্লায় মু‌ক্তিপ‌নের ৫০হাজার টাকা না পে‌য়ে শিশু‌কে খুন

আশরাফুল মাখলুকাত দাবি করতে চাইলে সেটা প্রমাণ করতে হবে: ডিসি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৫ এএম
  • ০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এবং নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিক হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

এই আয়োজনে জেলা প্রশাসক সর্বপ্রথম নুরুন্নেছা স্কুল এন্ড কলেজে যান এবং সেখানে তিনি পিঠা উৎসবের উদ্বোধন, পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন। এরপর জেলা প্রশাসক মহোদয় অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উক্ত প্রতিষ্ঠানের জন্য আধাপাকা ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী উপহার দেন। সর্বশেষ তিনি নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ পরিদর্শনে যান। এখানে তিনি পতাকা উত্তোলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী উপহার দেন।

 

এ সময় প্রধান অথিতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে শুধু শিক্ষা প্রদান করাই একমাত্র উদ্দেশ্য হবে না বরং পাশাপাশি মানুষের মাঝে মনুষ্যত্ব গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে আমাদের সমাজের বাতিঘর, আমরা এই বাতিঘরকে সমাজের কেন্দ্রবিন্দু বানাতে চাই এবং এই বাতিঘর থেকে যে দ্যুতি ছড়াবে সেটা দিয়ে সমাজ আলোকিত করতে চাই। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চাই, মাদক সম্পূর্নরুপে নির্মূল করতে চাই। এজন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, মানুষ হিসেবে যদি আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করতে চাই তাহলে সেটা আমাদের প্রমাণ করতে হবে, এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভালবাসার মাধ্যমে। আমরা বিশ্বাস করি অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সুস্থ শিশুদের থেকেও মেধা ও মননে এগিয়ে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি, পূর্বাচল সার্কেল) মো. উবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি, রূপগঞ্জ) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তারিকুল আলমসহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort