সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

আর্জেন্টিনা, স্পেন, উরুগুয়ে, সেনেগালের বিশ্বাকাপ স্কোয়াড

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১০.৪০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড জানান তিনি।

ইনজুরিতে শঙ্কা থাকলেও ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে পাওলো দিবালার।
স্কালোনির স্কোয়াডে চমক তেমন একটা নেই। তৃতীয় গোলরক্ষকের হুয়ান মূসোর সঙ্গে দ্বৈরথ জিতেছেন রুল্লি। বাকি দুই গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ ও আরমানির যাওয়া চূড়ান্ত ছিল আগেই।

সংশয় থাকলেও শেষ অবধি কাতারে যাচ্ছেন হুয়ান ফয়েথও। জুয়াকিন কোরেয়াও থাকছেন বিশ্বকাপে। মিডফিল্ডে স্কালোনির প্রথম পছন্দ জিওভান্নি লো সেলসোর ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। তার বিকল্প হিসেবে দেখা যেতে পারে এঞ্জো ফার্নান্দেজ ও প্যালিসিওসকে।

২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে যথাক্রমে তারা মাঠে নামবে ২৬ ও ৩০ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), এনসো ফের্নান্দেস (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমিস ও সেনি দিয়েং।

ডিফেন্ডার: কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, ইউসুফ সাবালি, ফোদে বোলো তোরে, পেপে আবু সিস, ইসমাইল জ্যাকবস ও ফর্মোজ মেন্ডি।

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, ক্রেপিন দিয়াত্তা, পাপা গেয়ে, পাপা মাতার সার, পাথে সিস, মোস্তফা নেমে ও লোম এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বোলায়ে দিয়া, বাম্বা দিয়েং, ফামারা দিদিউ, নিকোলাস জ্যাকসন ও ইলিমান এনদিয়ায়ে।

 

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা
গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ ও ডেভিড রায়া।
ডিফেন্ডার: দানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তে, জর্ডি আলবা ও হোসে গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি ও কোকে।

ফরোয়ার্ড: ফেরান তোরেস, পাবলো সারাবিয়া, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো আসেনসিও, নিকো উইলিয়ামস, আনসু ফাতি ও দানি ওলমো।

 

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা

ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, সেবাস্টিয়ান কোটস, মার্টিন ক্যাসেরেস, গুইলারমো ভারেলা, মাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গডিন, হোসে লুইস রদ্রিগেজ

মিডফিল্ডার: লুকাস তোরেইরা, মাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্টানকুর, ম্যানুয়েল উগার্তে, জর্জিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফ্যাকুন্ডো টোরেস

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি

 

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort