সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমরা নিজেরা নিজেদের পাশে দাঁড়াবো, কার ধর্মীয় পরিচয় কী সেটা মুখ্য নয়। আমাদের সরকারের ফিলোসফিও এটাই।
আমরা ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করবো না।
শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, পাঁচ আগস্টের পর আমরা একটা ভিন্ন পরিস্থিতিতে আছি। পাঁচ তারিখের পর কোথাও আমরা পুলিশ ফোর্স দেখিনি। আমরা তখন মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। আমরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি। আমরা নিজেরা নিজেদের পাশে দাঁড়িয়েছি। এটাই বাংলাদেশ।
তিনি আরও বলেন, ঐতিহাসিক জায়গাগুলোতে মিউজিয়ামসহ নানা কিছু হচ্ছে। রিজার্ভেশন করে ফেলে রাখায় অনেক সময় এটা নষ্ট হয়ে যায়। রিজার্ভেশনের পাশাপাশি এই সাইটগুলো ব্যবহার হলে, মানুষ এখানে ঘুরতে আসলে প্রতিনিয়ত তখন এটা মেন্টেইনও হয়। সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা সেটা নিয়ে কাজ করবো।