বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আড়াইহাজারে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর পরিবার

  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৩ এএম
  • ২১ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া শফর আলী (৩৮) নামে এক জনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ৬ দিনেও কোনও আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে এলাকায় বিচরণ করছে।

মামলার বাদি ও ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতা ও আতংকে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। এজন্য এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আসামিরা এলাকাতেই আছে। গত শুক্রবার দুপুরে তারা ভুক্তভোগীর বাড়িতে এসে প্রকাশ্যে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। অন্যথায় বাড়ির অন্যদেরও কুপিয়ে হত্যার হুমকি দিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

শফর আলী উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে।গত ২৬ আগস্ট সোমবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র সশ্রে সজ্জিত হয়ে শফর আলীকে এলোপাথাড়ি কুপিয়ে মাথা, পিঠ, পায়ে ও ঘাড়সহ শরীরের একাধিক স্থানে জখম করে।

এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগীর ছোট ভাই মুফতি জহিরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের আ. জাব্বারের ছেলে আউয়াল, আঃ হাই, বাতেন, মো. কাদির ও অন্যান্য আরো ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

ভুক্তভোগীর ছোট ভাই মুফতি জহিরুল ইসলাম বলেন, সম্পত্তির সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী আউয়ালদের দীর্ঘদিনের পূর্ব বিরোধ ছিল। এরই রেশ ধরে ঘটনার সময় আউয়াল, আ.হাই ও বাতেন ধারালো দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া শফর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় হামলাকারীরা শফর আলীর বাড়িঘর ভাঙচুর করে নগদ ৪ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শফর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। তিনি বর্তমানে মদনপুর বারাকা হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করেনি। আসামিরা মাঝেমধ্যে বাড়িতে এসে তাদের হুমকি দিলেও পুলিশ বলছে পলাতক। আসলে সবাই এলাকাতেই আছে। তারা বাড়িতে এসে মামলা প্রত্যাহারের হুমকি দেয়।

অন্যথায় বাড়ির অন্য সদস্যদের কুপিয়ে হত্যার হুমকি দিয়ে গেছে। এমন ঘটনায় এখনও আসামিরা গ্রেফতার না হওয়ায় এবং মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আসামিদেরকে গ্রেপ্তারের আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort