২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরা ডুবির মাঝেও উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। পুরো টুর্নামেন্টের ৮ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেন ৬০৬ রান। বল হাতে নেন ১১ উইকেট। স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো সাকিবের চাওয়া ২০২৩ বিশ্বকাপেও তার নামের পাশে যুক্ত হোক বড় কিছু। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সাকিব বলেন, ‘বিশ্বকাপে আসলে অবশ্যই চাই, বড় কোনো নম্বর আসুক।’
টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপ আলোচনার শুরু মূলত শেষ ওয়ানডেতে গড়া সাকিবের রেকর্ডের কারণে। ওই ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ উইকেটের পাশাপাশি ১৪ হাজার রানের রেকর্ড গড়েন সাকিব আল হাসান। এই রেকর্ডের পর ক্যারিয়ার শেষ করার জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেছেন কি না এমন প্রশ্নে।
এর উত্তরে সাকিব আল হাসান জানান, ‘না, ওই রকম কোনো নম্বর নাই যেটা আমি চাই। লক্ষ্য আসলে জানি না। এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব, যত বেশি অবদান রাখতে পারি।’ তবে নতুন রেকর্ডে যে উজ্জ্বীবিত হন সেটা জানাতে ভুল করেননি, ‘যে কোনো মাইলস্টোন অনুপ্রাণিত করে। হলে তো নিজেরই ভালো লাগে। অনেক বেশি মোটিভিশন কাজ করে।’
রেকর্ডের দিনশেষে কতটুকু ভালো লাগবে সেটা অবশ্য এখনই নিশ্চিত করে বলতে পারছেন না সাকিব। এর জন্য অপেক্ষা করতে চান ব্যাট-প্যাড তুলে রাখা পর্যন্ত, ‘শেষপর্যন্ত কতটা ভালো লাগছে, সেটা হয়তো অবসরের পরই বোঝা যাবে। এখন আসলে বোঝাটা মুশকিল।’
সাকিবের ভালো লাগছে কি না এটা জানতে যখন তার অবসর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনই সাকিব সরাসরি জানান বিশ্বকাপের পর চিন্তা ভাবনা করবেন নিজের ভবিষ্যতে নিয়ে, ‘তারপর (বিশ্বকাপের পর) পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’ বিশ্বকাপের আগ পর্যন্ত অবদান রাখতে চান দলের খেলায়। প্রতি মুহূর্তে থাকে তার সেই চেষ্টা, ‘আমি আসলে যেটা বলে থাকি, সবসময় অবদান রাখতে চাই।’
তবে বিশ্বকাপে আসলে অবশ্যই চাই, বড় কোনো নাম্বার আসুক।