ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে নিউক্যাসেলকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারায় রেড ডেভিলসরা।ইউনাইটেডের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনি মার্সিয়াল।
দলের দুইটি গোলেই ছিল তার অবদান। প্রথমার্ধে দারুণ এক গোলে ইউনাইটেডকে লিড এনে দেয়া অ্যান্টোনি বিরতির পর দিয়াগো ড্যালটের করা দ্বিতীয় গোলে ছিলেন এসিস্টের ভুমিকায়।
নিউক্যাসেলের বিপক্ষে চলতি মৌসুমে চারবার দেখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিবারই জয় নিয়েই মাঠ ছেড়েছে এরিক টেন হেগের দল। গতকালের জয়ে প্রিমিয়ার লীগ পয়েন্ট তালিকায় নিউক্যাসেলকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড।
ক্যাসেলের মাঠে খেলা হলেও এদিন ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল রেডডেভিলসদের হাতে।ফরেস্টের বিপক্ষে ইউনাইটেডের দাপটের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় মোট ২২টি, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ফরেস্টের ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না।
শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে ইউনাইটেড এগিয়ে যায় ম্যাচের ৩২ তম মিনিটে।ফের্নান্দেসের পাসে বক্সের ভেতর থেকে অ্যান্টোনির নেওয়া শট ক্যাসেল গোলরক্ষক নাভাস ঠেকিয়ে দিলেও হাতে জমাতে পারেননি। অরক্ষিত জায়গায় বলে পেয়ে ফিরতি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনি।১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এরিক টেন হেগের দল।
বিরতির পরেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইউনাইটেডের হাতে। ৫৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফের্নান্দেস। তার বাঁকানো শট ঝাঁপিয়ে পড়া নাভাসের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৭১তম মিনিটে কাসেমিরোর ক্রসে কাছ থেকে মার্সিয়ালের হেড লক্ষ্যে থাকেনি। এরপরই তাকে তুলে নেন কোচ।পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। আন্তোনির পাস বক্সে পেয়ে এগিয়ে আসা নাভাসকে পরাস্ত করে জালে পাঠান দ্যালোট।
ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল এটি।লিগে এই নিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন রইল ফরেস্ট। ৩১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮ নম্বরে।
৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।সিটির সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।