ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অনির্বাচিত সরকারের কাছে আজ দেশ ঋণের বোঝায় ডুবো ডুবো অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় মতার বাইরে। মানুষ আজ অভাবের কারণে হাহাকার করছে। মানুষ আজ দিশেহারা অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। দেশ আজ আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে চলছে। সংসদ সদস্যরা পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ ভয়াবহ সংকটের দিকে। বিদ্যুৎ এর অস্বাভাবিক হারে লোডশেডিং হচ্ছে। তিনি সরকারকে অতিদ্রুত মতা থেকে সরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মুহাম্মদ আমান উল্লাহ এর সঞ্চালনায় পঞ্চবটি আকবর কনভেনশন সেন্টারে অনুষ্ঠতে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ওষুধের দাম আজ উর্ধ্বমুখি। তিপ্পান্নটি ওষুধের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। সাধারণ মানুষ আজ খুবই হতাশায় ভুগছেন। দিন আনতে দিন যায়। তিনি বাজার সঠিকভাবে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছি যে দেশের জন্য কথা বলাও দোষ। দুর্নীতির বিরুদ্ধে কথা বলাও অপরাধ। তাই আমাদের কথা বলার পরিবেশ তৈরী করতে হবে। রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আসুন আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতকে শক্তিশালী করি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহ জাহান বেপারী, মাওলানা মামুনুর রশীদ, মাসুদর রহমান, মাওলানা আব্দুর রশীদ, আজিম উদ্দীন, বামুক, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শিক ফোরাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসহ নেতৃবৃন্দ।