মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ( ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, এখন অভাবের দিন নাই। এখন ডিসির গুদামেও প্রচুর চাল দেওয়া আছে। যদি কেউ না খেয়ে থাকে আমাকে জানায় বা ফোনে জানায় তার বাড়িতে চাল দেওয়ার মতো ক্ষমতা প্রধানমন্ত্রী আমাকে দিয়ে রাখছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন থেকেছিল উন্নত বাংলাদেশ, ক্ষুধা মুক্ত বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন। আমাদের ব্যানারের ছোট্ট একটি ভুল হয়েছিল। আমরা ছোট মানুষ, আপনাদের সন্তানের চেয়েও ছোট। আমরা ভুল করেই যাব, ভুল হতেই পারে। আপনারা সংশোধন করে দিবেন, রাগ করবেন না। শুধু বলবেন এটা করতে হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সংশোধন হয়ে গেল।
ডিসি বলেন, আপনারা জানেন, ‘৭১ এর আগে আমাদের দেশে স্কুল হয়নি কেন? বিশ্ববিদ্যালয় হয়নি কেন? লেখাপড়া করতে দেওয়া হয়নি কেন? কারণ আমরা যদি লেখাপড়া শিখি তাহলে আমরা স্বাধীনতার মহত্ব বুঝে যাব। আমরা যদি লেখাপড়া শিখি তা হলে আন্দোলন শিখে যাব। যে কারণে যুগের পর যুগ আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছেন । আর বুঝতে পেরেছেন বলেই আজ এই দেশ স্বাধীন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।