স্টাফ রিপোর্টার: বিগত ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি ছিলো। সাম্প্রতিক ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে করে এক বৈপ্লবিক সূত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনের শান্তি সঞ্চয় সৃষ্টি হয় জিম্মি কবল থেকে বাঁচার। কিন্তু একসময় সাধারণ মানুষের মত রাজণৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারে আমলে যারা কোন ঠাসা ছিলো আজ তারাই রাজনৈতিক পটভূমি পরির্বতন হওয়ার পর থেকে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার পথে হাঁটছে। এমনি অভিযোগ উঁঠেছে।
ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার আহম্মদ আলী (৭৫) জায়াগা অবৈধভাবে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা চলছে বলে এমনি অভিযোগ তুলেছেন।
এবিষয় তিনি উপজেলা নির্বহী অফিসার, সেনা ক্যাম্পসহ বিভিন্ন জায়গা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি,অভিযোগে পত্রে উল্লেখ্য করেন, তার জায়গা বিবাদী একই এলাকার প্রভাবশালী আব্বাস উদ্দিন (৪৫), পিতা- অজ্ঞাত, কাশিপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মইনুল হোসেন রতন (৫০) সহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।দীর্ঘদিন যাবৎ সম্পত্তি ভোগ দখল করার বিভিন্ন চেষ্টা ও পায়তারা চালাচ্ছে। বিবাদীদ্বয় সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৫-৬ জন প্রায় সময়ই আমার জায়গায় এসে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে উদ্যত হয় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমার এই জায়গার বিষয় হাই কোর্টে মামলা চলমান রয়েছে।
তার স্বত্বেও বিবাদীদরা আমার জায়গা দখলের চেষ্টা সহ আমাকে হুমকি ধামকি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায়
গত সোমবার(৫ সেপ্টেম্বর) সকালে বিবাদ বিবাদীসহ অজ্ঞাতনামা ৫- ৬ জন দেশীয় অস্ত্র-সন্ত্র সহকারে ড্রেজার এনে আমার জায়গায়তে বালু ভরাটের কাজ আরম্ভ করে।
বিষয়টি জানিতে পেরে আমি জায়গায় উপস্থিত হই। এ বিষয় বিবাদীকে নিষেদ করলে আব্বাস উদ্দিন ও রতনসহ তাদের সহযোগীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং এই সম্পত্তি দাবি করলে কিংবা
কাজে কোন প্রকার বাধা নিষেধ করার চেষ্টা করলে পরিবারের লোকজনকে জীবনে শেষ করার হুমকি প্রদান করেন
এই বিষয় বিবাদী আব্বাস উদ্দিন ও বিএনপি সভাপতি রতনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায় না।