শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং ও পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.৪৪ এএম
  • ৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় এক পরিবারের জমি অবৈধভাবে দখল ও পারিবারিক বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং এবং তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের মৃত গোঞ্জের আলীর ছেলে মজিদ তালুকদারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। এঘটনায় অসহায় পরিবারটি থানায় অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ অভিযোগ নিতে গরিমসি করছে।

সূত্রে জানা গেছে, পৌরসভার গোবিন্দপুর, ঋষিপাড়া এলাকার অসহায় আইয়ুব মিয়ার সাথে একই পরিবারের মৃত গোঞ্জের আলীর ছেলে মজিদ তালুকদারের দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিরোধ চলে আসছিলো।

অসহায় আইয়ুব মিয়ার স্ত্রী রহিমা বেগম ও অভিযোগসূত্রে জানা গেছে, আসামী মজিদ তালুকদারের সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও দ্বন্দ্ব চলছিলো। এদিকে মজিদ তালুকদারের সাথে আরও জড়িত রয়েছে পার্শ্ববর্তী জয়রামপুর গ্রামের আঃ রহমানের দুই ছেলে আলী হায়দার ও শাহ মোঃ আবু ইসহাকসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।

তিনি আরও জানান, আসামী মজিদ তালুকদার এলাকায় একজন প্রভাবশালী ও সম্পর্কে তিনি আমার মামা শ্বশুর হন এবং আলী হায়দার ও শাহ মোঃ আবু ইসহাক আমার দেবর হয়। তারা দীর্ঘদিন ধরে আমাদের জায়গা-জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিলো।দখল করতে না পেরে আমাদেরকে বিভিন্নভাবে মারধর ও হুমকি দিয়ে আসছিলো এবং আমার স্কুল পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ও উত্যক্ত করতো এবং তাকে ইভটিজিংসহ বিভিন্ন কুপ্রভাব দিতো। এদিক গত ১৩ জুলাই বৃহস্পতিবার আমার মেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে উক্ত আসামীগণ পাশের হবির গ্যারেজ থেকে কিছুটা দুরে আমার মেয়েকে একা পেয়ে তার পথরোধ করে তাকে আসামী মজিদ তালুকদারসহ অন্যরা মারধর করে মারাত্মক আহত ও তার পরনের কাপড় টেনে ছিড়ে ফেলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় আমার মেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামীরা তাকে বিভিন্ন ধরনের হুমকিসহ আমাদেরকে বাঁচতে দিবেনা বলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। এছাড়াও আসামীরা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং আমার স্বামী ও ছেলেকে মারধর করে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসামীদের ভয়ে নিজেদের নিরাপত্তার জন্য অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। এমনকি আসামী মজিদ তালুকদার আমাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে আমাদের হয়রানি করছে বলেও জানান তিনি। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ অভিযোগ নিতে গরিমসি করছে।

তিনি আরও বলেন, এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীণতায় রয়েছি। তাদের ভয়ে নিজেদের বসত বাড়িতে ফিরতে পারছি না। তাই আমরা নিজেদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ প্রশাসনের উদ্ধর্তনমহলের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort