সোনারগাঁয়ে মোস্তাকিম রাব্বি (১৮) নামে এক স্কুল ছাত্রের উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় ল্যারোটরী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় সিয়াম ( ২০), শেখ আসাদ (২২), মারুফ (২১) , হৃদয় সহ অজ্ঞাত আরো ৮/৫ জনকে আসামি করে আহত মোস্তাকিম রাব্বি সোনারগাঁ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় শেখ আসাদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদেরকে অতিশীঘ্রই গ্রেপ্তার করা হবে।