তুহিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ জন্মদিন উদযাপন করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত বলেন, জননেত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের উন্নয়নে করে যাচ্ছেন তার বিকল্প আর কেউ নাই, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনে সোনারগাঁ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং সব সময় সজাগ দৃষ্টি রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহমেদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।
এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে এবং দোয়া মাহফিলে তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।