সোনারাগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (৩ মার্চ) বিকালে কাঁচপুর এলাকা এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, এই খুনিদের বিচার চাই। আজ ৬ দিন অতিবাহিত হয়ে গেছে। অথচ পুলিশ এখনো সব আসামিদের গ্রেফতার করতে পারেনি। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।
নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার মতো কেউ যেন বিধবা না হয়। তাই আমরা সবাই খুনিদের ফাঁসি চাই। সবাইকে আমার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছি। ইতোমধ্যে এই ঘটনায় একজন এজাহার নামীয় আসামি গ্রেফতার হয়েছে। আর বাকি আসামিদের গ্রেফতারে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা তাদের আইনের আওতায় আনবো।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে কাচঁপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মোস্তফা, মফিজুল ও মারুফ কুপিয়ে হত্যা করে দুই ভাই আসলাম সানি ও শফিকুল ইসলাম রনিকে। এ ঘটনায় নিহতদের আরেক ভাই আহত রফিকুল ইসলাম এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরের দিন সোমবার দুপুরে নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে ৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মোর্শেদা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে মামলার ৬ নাম্বার আসামী।