৩৮৬৫ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সংস্থাটির দাবি, গ্রেপ্তার ৩ জন মাদক ব্যবসায়ী।
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শিবপুর চকিদার কান্দির এলাকার কাদির আকন্দ মিয়ার ছিলে মো. মাহমুদুল হাসান মিঠু (৩১), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর গোপালপুরের নুর ইসলাম মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক (২১), কক্সবাজারের চকরিয়ার সোসাইটি পাড়ার আবুল হোসেনের ছেলে মো. মঞ্জুর আলম (৩৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বন্ধু কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে আসামীদের হেফাজত থেকে ৩৮৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।