শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আমরা কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি: আসিফ নজরুল শিমরাইল দক্ষিণপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন জেলা জিসাস সভাপতি আবদুল মজিদ প্রান্তিক কে ফতুল্লা থানা জিসাস এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের স্মরনে আহতদের সুস্থতা কামনায় বন্দর থানা বি এন পি র উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি আমরা মোহামেডান নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

শামীম ওসমান আমাদের উৎসাহের প্রতীক : ভিপি বাদল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪.২৭ এএম
  • ১০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল বলেছেন, বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফর রহমান। দেখলে দেখা যায় বঙ্গবন্ধু আল্লাহর ওলি আউলিয়াদের বংশধর।

 

বাংলার স্বাধীনতার জন্য ক্ষুদিরাম, প্রীতিলতারা রক্ত দিয়েছে কিন্তু স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধুর ডাকে সাড়ে সাত কোটি মানুষ বাঁশের লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন কী জিয়াউর রহমান ছিল?

 

বুধবার (১২ এপ্রিল) বন্দর লক্ষণখোলায় ২৪ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেকলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে সাবেক আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা সঞ্চালয়নায় বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শহিদুল্লাহ মাষ্টার মোল্লা ও হুমায়ূণ কবির প্রমুখ।

ভিপি বাদল আরো বলেন, জুয়েলের কাছে অনেক কিছু শিখার আছে। ওরা বলে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। আমরা বলি বাংলার ইহুদি, জামাত শিবির বিএনপি। সকল বিএনপিকে বলি না। ওদেরকেই বলছি এটা যারা এগুলো করে। ওরা যেখানে মিটিং ডাকবে স্বেচ্ছাসেবক লীগও সেখানে সভা ডাকবে। সেখানে খেলা হবে।

 

আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন ইফতার সামগ্রী মানুষের কাছে পৌছে দিতে৷এখানে স্বেচ্ছাসেবক লীগ মানেই জুয়েল। আমরা সবাই তোমার সাথে আছি।

তিনি আরও বলেন, জুয়েল কষ্ট করে। ইতিমধ্যে সে পরিশ্রমের মাধ্যমে তার অবস্থান সৃষ্টি করে নিয়েছে। তার মত শেখ হাসিনার সৈনিক প্রতিটি এলাকায় দরকার। জুয়েলের মত কর্মী আর ভিপি বাদলের মত কর্মী যদি কোন এলাকায় থাকে আমরা যেকোন কাজে সফলতা নিয়ে আসবো ৷শামীম ওসমান আমাদের উৎসাহের প্রতীক। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশীদ বলেছেন, হৃদয়ের সাথে সম্পর্ক না হলে রাজনীতি হয় না। বঙ্গবন্ধু হৃদয়ে স্থান না পেলে স্বাধীনতা হত না। তার এক আঙ্গুলি হেলনে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের প্রতিটি কর্মীকে আপনাদের হৃদয়ে স্থান দিতে হবে।

এই তিন বছর আগে আমি যখন চেয়ারে বসি তখন প্রচার শুরু করি। তোমরা আসো সরকারের কাছে, সুযোগ নাও। বঙ্গবন্ধু সেনার বাংলার কথা বলেছে। সোনার বাংলা কীভাবে হয়। আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি, এই টাকায় চিকিৎসা হয় না। তবে জননেত্রী শেখ হাসিনা পাশে দাঁড়িয়েছে সাহস জুগিয়েছে এটাই বড় কথা।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে আজ বয়স্ক ভাতা কোথায় চলে গেছে। ধৈর্য্য ধরুন, এই বয়স্ক ভাতা বিদেশিদের মত হয়ে দাঁড়াবে। আগামী দিনে বিদেশের মত সকল মহিলা পুরুষরা ভাতা পাবে। সোনার বাংলা মুখে বলা না কাজে পরিনত করা। এ সরকার সোনার বাংলাকে কাজে পরিনত করছে। জনগণের কথা নেত্রী চিন্তা করেন।

 

সে চিন্তা নিয়েই তিনি বসেছেন। করেনার সময় আমাকে বারবার উপজেলায় আসতে হত। তখন দেখতাম উপজেলার গেইটে কুকুরও আসে না ভয়ে। এরই মধ্যে আপনাদের সহায়তার জন্য এই জুয়েল যতটুকু পেরেছে বিক্ষিপ্তভাবে পৌছে দিয়েছে। আমি ওর জন্য দোয়া করি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, রাজনীতি নয়,মানবসেবাই বড় সেবা। রাজনীতি করতে গিয়ে অনেকে বলেন আমাকে ভাল বক্তা। আমি বলতে পারবো না। মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। আমি ভাল বক্তা না। আমি সত্য কথাটাই বলি, আলোচনা করি। আমরা কিছু ঈদ সামগ্রী নিয়ে এসেছি।

আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন কেউ কেউ করেন না। সমর্থন করার স্বাধীনতা সবার আছে। আমার মা বলে মানুষের জন্য কাজ করতে। আমি মানুষের জন্যেই কাজ করি। অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ টেলিভিশনের সম্পাদক সাংবাদিক সাফায়েত ইসলাম ভুইয়া,ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ২০হাজার টাকা অনুদান দেন।

তিনি আরও বলেন, অনেকে বলে অন্যান্য সংগঠন আছে তারা মানুষের জন্য কাজ করে না আমি সেই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা সেই রাজনৈতিক শিক্ষা পেয়েছি। একেএম শামীম ওসমানের শিক্ষা। সামনে নির্বাচন আসছে। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। শীতের সময় বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা কম্বল দিয়েছি রোজার আগে খাদ্য সামগ্রী দিয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ আমরা ঈদ সামগ্রী দিতে এসেছি।

 

আমরা দান করি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন। দুই দিনের আয়েজনে আমরা চারশ প্যাকেট করে ফেললাম। আমরা যে জিনিসটা খাই সেটাই মানুষকে দিয়েছি। আমরা যেটা খেতে পারবো না সেটা মানুষকে দেই না। আপনারা দোয়া করবেন আমরা যেন সবসময় ভাল থাকতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort