রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৪.১৭ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিছ ভূঁইয়াকে (৫৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিছ ওই এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে।
র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার আসামি ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় কোটি টাকা ঋণ নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদারগণ আসামি আনিছ ভূঁইয়ার কাছে তাদের পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদারগণ বাদী হয়ে আনিছ ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে মোট ১১টি সিআর মামলা দায়ের করা হয়। যার বেশিরভাগ মামলার রায়ে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়।
র‌্যাবের উর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, মামলা হওয়ার পর থেকেই আনিছ ভূঁইয়া কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার রাতে রূপগঞ্জের বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com