রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোশতাকের প্রেতাত্মা মেয়র আইভী : শাহ্ নিজাম

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫১ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, বঙ্গবন্ধুর আওয়ামীলীগ আর মোস্তাকের আওয়ামীলীগ কিন্তু এক নয়। আজকে নারায়ণগঞ্জে শামীম ওসমান বঙ্গবন্ধুর রাজনীতি করছে। সে আওয়ামীলীগে আমরা বঙ্গবন্ধুর কন্ঠ দেখতে পাচ্ছি, সে আওয়ামীলীগে সোনার বাংলার স্বপ্ন দেখতে পাচ্ছি, সে আওয়ামীলীগে আমরা বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্ব দেখতে পাচ্ছি।

 

আরেক আওয়ামীলীগের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন আওয়ামীলীগ নামধারী মোস্তাকের প্রেতাত্মা আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, যিনি নৌকা মার্কার মেয়র হয়েও আজকে মোস্তাকের প্রেতাত্মা হয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে আরেকটি প্লাটফর্ম গড়ার চেষ্টা করছেন। তিনি মোস্তাকের প্রেতাত্মা হয়ে একদিকে নেতৃত্ব দিচ্ছেন। উনি জামায়াত, বিএনপি, রাজাকার, আল বদর, আস সাম্স এর সহযোগী হিসেবে কাজ করছেন ।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংঙ্গঠন কর্তৃক আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, শামীম ওসমান যা বলেন, তা করেন। শামীম ওসমান নেত্রীর কাছে যা চান, তিনি তা দেন। গোপালগঞ্জের টাকা তিনি ছিনিয়ে নিয়ে আসছেন। কারণ জননেত্রী শামীম ওসমানকে ভালোবাসেন।

কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন শাহ, সহ-সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শামছুল আলম বাচ্চু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহানা পারভীন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিয়াজ উদ্দিন সকরকা, কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর প্রার্থী মাসুদুুর রহমান মাসুদ, আওয়ামীলীগ ফারুক হোসেন চানু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল কায়ুম, যুবলীগ নেতা মিজানুর রহমান, রাসেল শেখ, সুজন আলী, মনির হোসেন, সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় শাহ নিজাম আরো বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ভালোকে ভালো, মন্দকে মন্দ, কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে হবে। এভাবে যদি নিজেদের বিবেককে জাগ্রত করে আমরা যদি বিভাজন করতে না পারি, আমরা যদি নেতার পার্থক্যই বুঝতে না পারি, তাহলে আমরা হয়তোবা আগামী দিনে বিশাল একটি দুর্ভিক্ষের সম্মুখিন হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort