শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৩.৫৮ এএম
  • ৩২ বার পড়া হয়েছে

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে স্বামী/স্ত্রীসহ বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (৭ জুন) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর, লাউসার ও কদম রসুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার আমিন উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আরিফ (৪০) ও তার স্ত্রী নাহিদা আক্তার (৩৫) একই এলাকার ফারুক মিয়ার স্ত্রী উর্মি (২৪) বন্দর উপজেলার লাউসার এলাকার মোজাফ্ফর হোসেন মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (৪০) ও বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার সুলতান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৩০)।

 

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই সুলতান ও এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com